ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় চার নেতার হত্যার এই দিনকে স্মরন করে ফরিদপুরে জেলা হত্যা দিবস পালিত হয়েছে।
জাতীয় চার নেতার হত্যার এই দিনকে স্মরন করে ফরিদপুরে জেলা হত্যা দিবস পালিত হয়েছে।
আজ সকাল ৯টায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগের পক্ষ হতে প্রথমে পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, খন্দকার মারুফ হোসেন, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায়, সাহেব সরোয়ার, আক্কাস হোসেন, স্বপন পাল, জেসমিন ফেরদৌস, চিত্রা সিকদার প্রমুখ। পুস্পমাল্য অর্পন শেষে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জাতীয় চার নেতাকে স্মরন করে তার উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নেতারা।