মেহের আমজাদ,মেহেরপুর//
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরাসরি মেহেরপুর জেলার মুজিবনগর. মেহেরপুর হতে গোপালগঞ্জ এবং মেহেরপুর হতে রাজশাহী পর্যন্ত বিআরটিসি এসি/নন এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি শহরের বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামনে এক আলোচনা সভা শেষে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসূল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পাবনা বিআরটিসির বাস ডিপো ম্যানেজার মোশারফ হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারন সম্পাদক মতিয়ার রহমান, বিআরটিসি’র মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান খান প্রদীপ প্রমুখ। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফিতা কেটে বিআরটিসি মেহেরপুর- গোপালগঞ্জ- টুংগীপাড়া বাসের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।