ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। প্রদীপ দাস নামের এক ভ্যানচালককে আটক করে তার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি ও বিকাশের মাধ্যমে ১৪ হাজার টাকা চাঁদা নেওয়ার অপরাধে ওই ভুয়া ডিবি পুলিশদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে জয়নুদ্দীন বিশ্বাস (৪৮), পাইকপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে মিল্টন (৩৫), একই গ্রামের কাসেম লস্কারের ছেলে হাসান (৩৭), কলেজপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে তৈয়ব আলী (৪৮) ও ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরিফুজ্জামান (৪৭)।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া বলেন এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।