মেহের আমজাদ,মেহেরপুর//
সুপেয় পানির সংকট মেটাতে মেহেরপুর পৌরসভার পন্ডেরঘাট এলাকায় গভীর নলক‚প স্থাপন শেষে পানি পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর তত্বাবধায়নে গভীর নলকুপ পানির স্তরের অনুসন্ধান ও উন্নয়নে সরকার ও জায়কার অর্থায়নে এ পরীক্ষা করা হয়। মেহেরপুর পৌরসভার পানি ও জলের সমস্যা সমাধান প্রকল্পে এই গভীর নলকুপে প্রতি ঘন্টায় ৯৭ হাজার লিটার থেকে সর্বোচ্চ ২ লক্ষ লিটার পানি উত্তোলন করা যাবে বলে জানান কর্তৃপক্ষ। এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গ্রাউন্ড ওয়াটার বিভাগের টেকনিক্যাল সুপারভাইজার বেলাল হোসেন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহ হেল বাপ্পি, সচিব তফিকুল আলম,প্রকৌশলী মহাসিন আলীসহ পৌর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।