মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলা দরবেশপুরে অবৈধ যান আলমসাধু ও ব্যাটারি চালিত ভ্যান (পাখি ভ্যান) এর সাথে মুখোমুখি সংঘর্ষে ৬জন কৃষক আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলা সোনাপুর গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল, বাদল মিয়ার ছেলে আবু বক্কর, ইউনুস আলীর ছেলে সুজন আলী,সোহরাব আলীর ছেলে লাল মিয়া, আনিস উদ্দিনের ছেলে সিদ্দিক আলী, নেপালের ছেলে তাইজেল।
জানা গেছে এ দিন দুপুরে সোনাপুর গ্রাম থেকে কয়েকজন কৃষক তাদের জমির কাঁচা ঝাল তুলে বিক্রির উদ্দেশ্যে আলমসাধুতে করে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে যাচ্ছিল। এমন সময় মেহেরপুর সদর উপজেলা দরবেশপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখি ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে সকলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত সকলেই সোনাপুর গ্রামের।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুর রহমান জানান,ওই দুর্ঘটনার পর আমাদের কাছে ফোন আসলে সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌছাই। এরপর আহতদের নিয়ে মেহেরপুর হাসপাতালে ভর্তি করি।