ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক সমিতির মতবিনিময় সভা রবিবার দুপুরে শহরের ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী গ্রন্থাগারিক সমিতির ফরিদপুর জেলা কমিটির আহবায়ক আবুল হাসান তুহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সাপান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল সিদ্দিকী । অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর সহকারী গ্রন্থাগারিক সমিতির সদস্য সচিব আব্দুস ছাত্তার মিয়া।
এ সময় সহকারী গ্রন্থাগারিকদের শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদা সন্মান রক্ষার দাবীতে বক্তব্য রাখেন পলাশ রঞ্জন বিশ্বাস, শাহ সেকেন্দার, হাদি সোলাইমান, সাহিনুর আক্তার, সাহনাজ পারভীন, লুৎফর রহমান, আনিসুর রহমান, মাসুদুর রহমান, আবুল বাসার, রুহুল আমীন, রেজাউল করিম, বিজয় কুমার সরকার, আনসার উদ্দীন, ইমদাদুল হক, মিতা পাল প্রমুখ।

