নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসী রেজোয়ান হত্যা মামলায় জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউপি চেয়ারম্যান সহ ৩ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত।
(৪-ই নভেম্বর) সোমবার দুপুরে আদালতে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।
আসামীরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সৈকত (৪১) ও তার ছোট ভাই মোহসিন আলী (৩০) এবং বড়তাজপুর গ্রামের হাজীপাড়ার নজীর উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৯)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বড়তাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী রেজোয়ান কে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনার তার মা রোজিনা বেগম বাদী হয়ে পুরানাপৈল ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা সহ ১২ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

