ফরিদপুরে পুলিশ ফুটবল লীগ শুরু উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯

ফরিদপুরে পুলিশ ফুটবল লীগ শুরু উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
জেলা পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার থেকে ফরিদপুরে শুরু হয়েছে পুলিশ ফুটবল লীগ। গতকাল বিকেল তিনটার দিকে স্থানীয় পুলিশ লাইনস মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ফুটবল লীগের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

পদ্মা, মধুমতী, কুমার, গড়াই, আড়িয়াল খাঁ ও ভুবনেশ্বর ফরিদপুর জেলার উপরদিয়ে জালের মত প্রবাহমান এই ছয়টি নদীর নামে বিভিন্ন থানার পুলিশ সদস্যরা ছয়টি দলে বিভক্ত হলে এ লীগ  পদ্ধতির সেভেন এ সাইড ফুটবল খেলায় অংশ নিচ্ছে। 

আজ উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। গ্রæপ ক এর প্রথম খেলা হয় পদ্মা ও কুমারের মধ্যে। এ খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেরার দ্বিতীয়ার্ধে কুমার দলের আট নম্বর জার্সি পরিহিত তমাল বিপক্ষের গোল পোস্টে বল ঢুকিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। কিন্তু এর পর পরই পদ্মা দলের চার নম্বর জার্সি পরিহিত রানা দলের পক্ষে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। বাকি সময়ে আর কোন দল কোন গোল করতে পারেনি।

দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় গ্রæপ খ এর ভুবনেশ্বর ও গড়াই এর মধ্যে। এতে ভুবনেশ্বর ২-০ গোলে গড়াইকে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয়। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটিসহ দলের পক্ষে মোট দুটি গোল করে ভুবনেশ্বরের ১০ নম্বর জার্সি পরিহিত তানিম।

খেলার আগে উদ্ধোধন ঘোষণা করে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, খেলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। আমরা পুলিশ বাহিনীর সদস্যরা এমন একটি পেশার সাথে যুক্ত যেখানে আমাদের প্রতি নিয়ত বিরূপ পরিবেশের মধ্যে চলতে হয়। ওই অবস্থার উত্তোরণে ফরিদপুর পুলিশের উদ্যোগে এ ফুটবল লীগের আযোজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্য শেষে পুলিশ সুপার মাঠে গিয়ে সকল খেলোয়ারদের সাথে পরিচিত হন। তিনি প্রতিটি দলের সাথে আলাদা আলাদা করে ছবি তোলেন এবং ফুটবল লাথি দিয়ে খেলার সূচনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here