ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও শিশু নিহত, আহত ৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও শিশু নিহত, আহত ৪


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও শিশুসহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মধুখালী উপজেলার বাগাট বাজার সংলগ্ন বাগাট উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা দিপালী পাল (৬০) উপজেলার কোড়কদি ইউনিয়নের কোড়কদি গ্রামের অযোধ্যা পালের স্ত্রী। নিহত শিশু জয়পাল (১০) ওই একই গ্রামের সঞ্জয় পালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ দুর্ঘটনা আহত হয়েছে আর ও চারজন। তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর মেডিকেল কলেজহাসপাতালে স্থনান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে নিহত শিশু জয়পালের মা গীতাপাল (৩০) ও বোন টেপিপাল (২) রয়েছে। অহত অপর দুইজন হলো একই গ্রামের অসীম পালের মেয়ে ঝিনুক পাল (৭) ও শুভংকর পালের ছেলে ঐ শিকপাল (১০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো.সাইফুজ্জামান বলেন, বাগাট বাজার এলাকায় একটি কীর্ত্তনের আসর থেকে ওই নারী ও শিশুরা অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় মাগুরাগামী একটি পিকআপ ওই ভ্যানকে চাপা দিয়ে সড়কের উপর উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

মো.সাইফুজ্জামান আরও বলেন, এ দুর্ঘটনার ফলে ওই মহাসড়কে আধাঘন্টার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Post Top Ad

Responsive Ads Here