ফরিদপুরের নগরকান্দায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে অবঃ শিক্ষক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৪, ২০১৯

ফরিদপুরের নগরকান্দায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে অবঃ শিক্ষক নিহত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নাজিমউদ্দিন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় দ্রæতগামী ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মুত্যু হয়। এসময় আহত হয় বাসের তিন যাত্রী। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। 

নাজিমউদ্দিন উপজেলার শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র। সে বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় শিক্ষকতা থেকে ২০১৪ সালে অবসর গ্রহন করেন। 

এ ব্যাপারে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রæতগামী একটি ঈগল পরিবহনের বাস পথচারী নাজিমউদ্দিন নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে চাপা দিলে ঘটনাস্থলে তার মুত্যু হয়। এসময় আহত হয় বাসের আরো তিন যাত্রী।

Post Top Ad

Responsive Ads Here