ফরিদপুরের সদরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৪, ২০১৯

ফরিদপুরের সদরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবৃষ্ণপুর ইউনিয়নের নয়াডাঙ্গী উচ্চ বিদ্যালায়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ চত্বরে প্রধান শিক্ষককের অপসারনের দাবীতে বিক্ষোভ সমাবেশ বিচারের দাবীতে মানববন্ধন ও ক্লাস বর্জন করে শিক্ষাথীরা। 

জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম নবম শ্রেনীর এক ছাত্রীকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে সহকারি শিক্ষক কাজী জহিরুল ইসলাম সহযোগীতা করে। প্রস্তাবে রাজি না হলে শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায় ও তার পিতা উক্ত বিদ্যালয়ের অফিস সহকারি আনোয়ার হোসেনকে চাকরিচ্যুত করার হুমকি দেয়। 

বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অবিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। 

উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন এরই মধ্যে ঘটনার সত্যতা পেয়ে অত্র স্কুলের ম্যানেজিং কমিটি  প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক কাজী জহিরুল ইসলামকে সাময়িক ভাবে বহিস্কার করেছে। স্থায়ী বহিস্কারের জন্য বোর্ডের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here