নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুপনগর এলাকার দাব পাড়া গ্রামে গতকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মোঃ রাশেদুল ইসলাম (১৪) নামে সপ্তম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রুপনগর দাব পাড়া গ্রামের মোঃ তোজাম হোসেন ছেলে রাশেদুল ইসলাম, ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় থেকে আসার পথে সাবার অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটপট করতে থাকে স্থানীয় এলাকাবাসীরা টের পেয়ে রাশেদুল কে উদ্ধার আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে। তার অবস্থা আশংকাজনক হওযায় কর্মরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার করেন, পরে আনুমানিক রাত্রি ১০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় (শমিক) এ ছাত্র টির মৃত্যু হয়।
বিষয়টি নিয়ে আক্কেলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু ওবায়েদ জানান, তার পরিবার থেকে এখনো কোন মামলা থানায় ডায়ের করা হয়নী বলে বিষয়টি তিনি নিশ্চিত করেন।

