মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আনোয়ার শাহী নামের এক যুবককে কুপিয়ে জখম করা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন শাহির ছোট ভাই মনিরুল ইসলাম মনি। মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তরা অতি দ্রত সন্ত্রাসী হৃদয় ও তার সহযোগীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনায় একজনকে আটক করা হলেও মূল আসামি হৃদয় গ্রেফতার না হওয়ায় এলাকাবাসির মাঝে ক্ষোভ বিরাজ করছে।

