নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ৬৩ বস্তা সরকারি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন পারভেজ।
মঙ্গলবার ১২ নভেম্বর বাজারের পোস্ট অফিস এলাকা থেকে এসব চাল জব্দ করা হয় বলে উপজেলা প্রশাসন থেকে সাংবাদিকদের জানানো হলে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজ সাংবাদিকদের জানান, হতদরিদ্র মানুষদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রয়যোগ্য সরকারি চালগুলো পুনট বাজারে বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে পুনট পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি কক্ষ থেকে চালগুলো জব্দ করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার সহ আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।