জয়পুরহাটে সড়ক পরিবহন আইনের সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত। ওহনড়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯

জয়পুরহাটে সড়ক পরিবহন আইনের সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত। ওহনড়ী



নিরের দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে জয়পুরহাট মোটর শ্রমিক ও মালিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ নভেম্বর রাত ৮ টায় জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন।

উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন,জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির-(পিপিএম), জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট সদর থানা"র ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহরিয়ার খান,জয়পুরহাট ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম,জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গোলাম হক্কানী,জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রমুখ সহ আরও অন্যান্যরা।

কর্মশালায় বক্তারা বলেন, সকল পরিবহনের চালক ও চালকদের সহকারী সহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন অবশ্যই জনকল্যাণ কর। তাই সকল কে এ আইনের প্রতি সম্মান জানিয়ে আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তরা।

Post Top Ad

Responsive Ads Here