জলঢাকায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯

জলঢাকায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জানাগেছে, সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় সহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এর পর একটি র‌্যালি বের হয়ে পৌর 

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে শহীদ মিনার চত্বরে এসে জন্মদিনের কেক কাটা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মকছুদার রহমান লেলিন, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক সফিকুল ইসলাম পলাশ, লাভলু রশিদ, মৃন্যাল বিশ্বাস, আযম বাদশা সাবু, উপজেলা যুবলীগ নেতা সাদেকুল সিদ্দিক সাদেক, বালাগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, খুটামারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ডাঃ তাজুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের আহবায়ক, যুগ্ন-আহবায়ক সহ প্রমুখ।এ সময়  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের আহবায়ক, যুগ্ন-আহবায়ক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here