ফরিদপুরের ভাঙ্গা থেকে এক নববধূর লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গা থেকে এক নববধূর লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাবলী গঙ্গাধরদী গ্রাম থেকে হেলেনা বেগম (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ দিন আগে হাবলী গঙ্গাধরদী গ্রামের রিয়াজুল তালুকদারের সাথে পারিবারিকভাবে হেলেনার বিয়ে হয়। স্বামীকে নিয়ে বাবার বাড়ীতে কদিন আগে বেড়াতে আসে হেলেনা। সোমবার রাতে তার পেটে তীব্র যন্ত্রণা অনুভব করলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে দেয় স্বামী। কিন্তু গভীর রাতে ফের পেটের যন্ত্রণা বেড়ে উঠলে তা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে বিষপান করে। গুরুত্বর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে বলে জানায় তার স্বজনেরা।  

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই আসাদ বলেন, পারিবারিক কলহের জেরে হেলেনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here