বোয়ালমারী (ফরিদপুর) থেকে :
ফরিদপুরের বোয়ালমারীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার প্রথম দিনে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও এক হল পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, বোয়ালমারীতে মোট ১০টি কেন্দ্রে জেএসসিতে ৪,৪৫৫ জন জেডিসিতে ৮১৬ জন ও কারিগরি শাখায় ২৫৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অসৎ উপায় অবলম্বনের কারণে বাইখীর বনচাকী ফাজিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী মো. রিয়াজ শেখকে বহিষ্কার করা হয়। বোয়ালমারী জর্জ একাডেমী কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে সৈয়দ ফজলুল হক একাডেমীর সহকারী শিক্ষক কাকলী রায়কে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।