সময় সংবাদ ডেস্ক//
কোচিং বাণিজ্য নিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় শনিবার তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানান মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।
ঘটনার তদন্তে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান জানান, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বরখাস্তকালীন তিনি প্রতিষ্ঠান থেকে খোরাকি ভাতা পাবেন বলে জানান অধ্যক্ষ।
উল্লেখ্য, শুক্রবার (০১ নভেম্বর) আজিমপুর চায়না গলিতে অগ্রগামী কোচিং সেন্টারে কোচিং করানোর তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণ করার সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক পিংকি আক্তার ও ক্যামেরা পারসন মনজুর রহমানের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।