ওসির কৌশলগত মাদক ও অপরাধ বিরোধী অভিযান"গ্রেপ্তার আতংকে অপরাধীরা। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৪, ২০১৯

ওসির কৌশলগত মাদক ও অপরাধ বিরোধী অভিযান"গ্রেপ্তার আতংকে অপরাধীরা।

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর থানা থেকে ঘুষ দুর্নীতির অভিযোগ নিয়ে গত ১৯ শে অক্টোবর বিদায়ী ওসি"র বদলির পরেই লালপুর থানা থেকে সরাসরি ১৯ শে অক্টোবর আক্কেলপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন মোঃ আবু ওবায়েদ। তার যোগদানের পরেই গত ২১ শে অক্টোবর আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ নবাগত ওসিকে সংবর্ধনা দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ওসি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগীতা চেয়ে আক্কেলপুর উপজেলা কে মাদক,সন্ত্রাস,ইভটিজিং সহ সকল অপরাধ মুক্ত করার অঙ্গীকার করেন।

সে অঙ্গীকার কে বাস্তবে রুপ দিতে পরের দিন রাত থেকেই থানার সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি নিজেই প্রতিটি মাদক ব্যবসায়ীর বাড়ি ও মাদক স্পট গুলোতে শুরু করেন তার নিজস্ব ছোঁক আঁকানো বিভিন্ন কৌশলগত মাদক সহ সকল অপরাধ বিরোধী অভিযান। তার কৌশলগত অভিযানের প্রথম দিন হইতে চতুর্থ দিনের মাথায় বিপুল পরিমাণ মাদক সহ শীর্ষ মাদক সম্রাট, অন্তঃজেলা ডাকাত,অপহরণকারী, চোর ও চোরাই ২ টি মোটরসাইকেল উদ্ধার করা সহ প্রতিনিয়তই মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে ওসি হিসেবে জেলায় এক আলোড়ন সৃষ্টি করেছেন এ নবাগত ওসি মোঃ আবু ওবায়েদ।

যার কৌশলগত অভিযানে উপজেলার শীর্ষ থেকে নিম্ন পর্যায়ের অপরাধীরা এ ওসি"র গ্রেপ্তার আতংকে ইতিমধ্যে অনেকেই এলাকাও ছেড়েছেন পাশাপাশি চরম কোণঠাসায় পড়েছেন স্থানীয় প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিরাও কেননা তিনি কোন সুপারিশ বা ক্ষমতাধরদের তোয়াক্কা না করে পুলিশ কি তার আসল পরিচয় দিয়ে অপরাধ দমনে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

কয়েকদিনেই আলোচিত এ ওসির নেতৃত্বে এ প্রথম আক্কেলপুর থানা পুলিশের এমন অভিযান দেখে উপজেলার জনসাধারণের মাঝে লুকিয়ে থাকা পুলিশ সম্পর্কে ভুল ধারনাটি ভেঙে দিয়েছেন তিনি, এমনকি এমন অভিযান শুরু করাই এ ওসি কে নিয়ে উপজেলার প্রতিটি চায়ের টেবিল গুলোতে সকাল থেকে রাত্রি পর্যন্ত শোনা যাচ্ছে ওসির বিভিন্ন গুণগানের কথা এমনকি তার এমন সৎ সাহসীকতাকে কে প্রতিবেদনের মাধ্যমে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সুশীল সমাজ সহ নানা শ্রেণীপেশার মানুষেরা।

অবাক করা এমন কৌশলগত অপরাধ বিরোধী অভিযানের বিষয়টি নিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত(ওসি) মোঃ আবু ওবায়েদ এর সাথে কথা বললে তিনি জানান, আমি এ থানায় কোন নেতার সুপারিশে আসি নাই,আমি একজন সরকারি কর্মকর্তা আমার কাজ অপরাধীদের ধরা,আমার কাজ সুন্দর সমাজ গড়া,আমার কাজ সাধারণ মানুষের জানমান রক্ষা করা। তিনি আরও বলেন আমার (এসপি) জয়পুরহাট জেলা পুলিশ সুপার- মোহাম্মদ সালাম কবির-পিপিএম স্যারের নির্দেশে আমি আমার থানায় সকল প্রকার অপরাধ দমনে অভিযান অব্যাহত রেখেছি এবং যতদিন না এ উপজেলা কে অপরাধ মুক্ত স্বচ্ছ একটি উপজেলা গড়তে পারছি ততদিন আমার এ অভিযান অব্যাহত থাকবে। কথার প্রেক্ষাপটে বিগত দিনে এ থানায় ঘটে যাওয়া যা অপরাধীদের ছাড়াতে তাদের পক্ষে স্থানীয় ক্ষমতাশীলদের থানায় সুপারিশ করতে দেখে গিয়েছে, এমন বিষয় তুলে ওসির কাছে জানতে চাইলে তিনি সরাসরি জবাব দিয়ে বলেন আপনারা নিশ্চয় জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা"র নেতৃত্বে দেশব্যাপী কি অভিযান চলছে, তা কি আর বলতে হবে বুঝে নিন বলে তিনি বলেন অপরাধী যেই হোক না কেন,আর অপরাধ যেই করুক না কেন আমি তাকে আইনি আওতায় আনবো। এমন কি বিগত দিনে কে কিভাবে অপরাধীদের সুপারিশ করে থানা থেকে ছেড়ে নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন আমার কাছে অপরাধীদের জন্য কারো কোন সুপারিশ চলবে না,অপরাধ করলে তাকে সাজা পেতেই হবেই সে কে বা কার লোক তা আমি দেখবো না, এমনকি আমার থানা পুলিশের দাঁড়াই কোন নিরীহ নির্দোষ মানুষরা হয়রানি হবেন না বলেও তিনি বলেন।

পাশাপাশি ওসি প্রতিবেদককে আরও বলেন এ থানায় কোন দালাল চক্রের প্রবেশ বা কোন সন্ধান আমার কাছে আসে আমি তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করবো সে যেই হোক কেন। পরিশেষে নবাগত ওসি আবু ওবায়েদ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন আমরা পুলিশ যা জানি না তা আপনারা জানেন এজন্য আপনাদের সেই জানা তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করে পুলিশ সাংবাদিক মিলেমিশে একসাথে অপরাধ মুক্ত সুন্দর স্বচ্ছ সমাজ গড়তে কাজ করি বলে আহ্বান জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here