বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০৫, ২০১৯

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল//
রেলপথ মন্ত্রী নুরুল হক সুজন বলেছেন, যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। যে দিন থেকে নির্মাণ কাজ শুরু হবে তার চার বছরের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেতু নির্মাণের কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে অপর ভাগ হবে পশ্চিম অংশে । ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানী টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানী প্রথম হবে তারাই এ সেতুর নির্মাণ কাজ করবে। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পূর্ব পাড়ের নির্মাণ কাজ উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে টাঙ্গাইল কালিহাতী উপজেলার যমুনা নদীর পূর্ব পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে রেলপথ মন্ত্রী উপজেলার এলেঙ্গাতে নতুন রেল স্টেশন তৈরির নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।


Post Top Ad

Responsive Ads Here