বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৬, ২০১৯

বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার সকালে বনপাড়ার কালিকাপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রেসসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। দুপুরে উপজেলা চত্বরে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ ও জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমূখ। 


Post Top Ad

Responsive Ads Here