মেহের আমজাদ,মেহেরপুর//
“সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে পালন করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। র্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম,সরকারী কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ গ্রহন করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। সেমিনার শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।