অপরাধ মুক্ত আক্কেলপুর উপজেলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি আবু ওবায়েদ। - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, December 13, 2019

অপরাধ মুক্ত আক্কেলপুর উপজেলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি আবু ওবায়েদ।



নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ 
জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ আক্কেলপুর উপজেলা"কে অপরাধ মুক্ত করতে ও অপরাধ ধমনে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জঙ্গীবাদ, সন্ত্রাস,চুরি-ডাকাতি, বাল্য বিবাহ, মাদক, ভূমিদস্যু,জুয়া, পারিবারিক কলহ সহ সকল প্রকার অপরাধ থেকে আক্কেলপুর উপজেলা কে মুক্ত করতে তার নিজস্ব ছক আঁকানো নানান কৌশল অবলম্ভন করে অল্প দিনের মধ্যেই আক্কেলপুর বাসী"র প্রিয় ওসি’র সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। তিনি আক্কেলপুর বাসীর প্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে সুক্ষ্যাতী অর্জন করতে সক্ষম হয়েছেন। অপরাধ দমনে সার্বিক নিরাপত্তাদান ওকর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুলিশি সেবার মান কে আরও ত্বরান্বিত করে মানুষের কল্যানে পৌঁছে দিতে জনপ্রতিনিধি,সংবাদকর্মী,গ্রাম পুলিশ ও পুলিশিং কমিটি"র সহযোগিতা নিয়ে ব্যাপক সাহসীকতার সাথে সকল অপরাধ ও বিভিন্ন সমস্যা মোকাবেলা করে ইতি মধ্যে পুলিশি সেবার মান সর্বসাধারণের কাছে পৌছে দিয়ে সাড়াজাগানো ব্যাপক আলোচিত ওসি হয়ে উঠেছেন। অত্যন্ত সুকৌশলী দক্ষতায় জনগনের সাথে ভালো সুসম্পর্ক গড়েতোলে ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’ তা প্রমাণ করতে তিনি সক্ষম হয়েছেন। জনগণের নিরাপত্তা উপযোগী আক্কেলপুর কে বিভিন্ন অপরাধ থেকে মুক্ত করে আধুনিক থানায় পরিণত করতে তিনি এবং তার নেতৃত্বে থানা পুলিশ দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এ থানায় যোগদানের মাত্র দুই থেকে আড়াই মাসেই তিনি উপজেলার চিত্র পরিবর্তন করে আক্কেলপুর বাসীকে দেখাতে সক্ষম হয়েছেন। বর্তমানে ‘পুলিশ জনগণের সেবক, সেবাই পুলিশের ধর্ম’ জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোঃ সালাম কবির-(পিপিএম) এর নেতৃত্বে তা অক্ষরে অক্ষরে পালন করছেন আক্কেলপুর থানায় কর্মরত সুনামধন্য ওসি মোঃ আবু ওবায়েদ সহ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম, (এসআই) তাজুল ইসলাম সহ আরও অন্যান্য পুলিশ কর্মচারিরা। আক্কেলপুর থানায় ওসি হিসেবে যোগদানের পরে থানায় দালালী লক্ষনীয় ভাবে কমেছে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে থানায় প্রবেশ করে সুষ্ঠুভাবে বিচার পাচ্ছেন এমনকি থানার ভিতর বাহিরের পরিবেশ সহ অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কমেছে রাজনৈতিক প্রভাব। গা ডাকা দিতে শুরু করেছে বিভিন্ন ধরনের অপরাধীরা। এতে করে বন্ধুসুলভ ও জনমুখী সেবায় পুলিশের ভাবমূর্তি সমুন্নত হচ্ছে। শান্তিতে জীবন যাপন করছেন আক্কেলপুর উপজেলা বাসী। সুদক্ষ্য ওসি তার কৌশলী বুদ্ধিমত্তা দিয়ে অপরাধ দমনের ফলে জনমনে ফিরেছে স্বস্তি। আক্কেলপুর থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকার, জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, বে-দখল, জুয়া, পারিবারিক কলহ সহ বিভিন্ন অপরাধ থেকে আক্কেলপুর উপজেলাকে মুক্ত রাখতে নিয়মিত জনসচেতনতা মূলক স্থানীয় সংবাদকর্মীদের সাথে আলোচনা করেন তিনি।যার সুফল ভোগ করছেন আক্কেলপুরের সকল সাধারণ জনগণ। তিনি আক্কেলপুর থানায় এসে যোগদান করার মাত্র এক দেড় মাসেই দায়িত্বশীলতা সঠিক দিক নির্দেশনা ও কর্মতৎপরতায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদক উদ্ধার সহ ১ শত জন মাদক ব্যবসায়ী আটক, চুরি হওয়া চোর সহ মোটরসাইকেল উদ্ধার, অস্ত্র সহ বেশ কয়েকজন আন্তঃজেলা ডাকাত কে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অপরাধীদের কাছে একটি মূর্ত আতঙ্কের নাম বলে ব্যাপক প্রচারণা পেয়েছেন।তিনি আক্কেলপুর থানায় যোগদানের পর যেকোনো অপরাধীকে আটক, ছোট-বড় সকল মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের অতি অল্প সময়ে আইনের আওতায় আনতে সমর্থ হয়েছেন। তার একান্ত পরিশ্রম, মেধা,ও দায়িত্বশীল নির্দেশনা ও সার্বিক তৎপরতায় সব ধরনের অপরাধী কে আটক করতে সক্ষম হয়েছেন। অল্পসময়ের ব্যাপক আলোচিত (ওসি) মোঃ আবু ওবায়েদ এর সাথে কথা বললে তিনি বলেন আমরা আইনের প্রতি গভীর শ্রদ্ধা বোধ রেখে, দেশ ও দেশের মানুষ কে ভালবেসে মাননীয় এসপি মোঃ সালাম কবির-(পিপিএম) মহোদয় এর দিক নির্দেশনায় নিজের দ্বায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছি। আমরা জনগনের সেবক, আমরা আমাদের নীতিতে অটল। অপরাধী যেই হোক না কেন আমরা কাওকে ছাড় দেইনি ছাড় দেবোনা বলে তিনি আরও আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে আমরা পুলিশ বদ্ধপরিকর, ইতিমধ্যেই তা আপনারা অবগত হয়েছেন। সমাজের অপরাধ নামের ব্যাধি নির্মুলে আপনারা (সাংবাদিক) সহ সকলেই এগিয়ে আসতে হবে, আমাদের কে সহযোগিতা করতে হবে তাহলেই সমাজ থেকে অপরাধের মূল শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে বলে আমি মনে করি। এবং দেখেছেন প্রতিদিন অভিযান চালিয়ে এ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৪/৫ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।এ মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

No comments: