সিলেট বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯

সিলেট বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ

সময় সংবাদ ডেস্ক//
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এই জামিন আবেদন খারিজের পর বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি সিলেট আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তাল তলা পয়েন্টে গিয়ে সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। তালতলা এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। এসময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কিছুক্ষণ অবরোধ করে পরে আবারো মিছিল নিয়ে সুরমা পয়েন্টে আসেন তারা। মিছিল থেকে সুরমা পয়েন্টে একটি ককটেল বিস্ফোরিত হয়।
মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম, ফখরুল ইসলাম, মিফতাহ সিদ্দীকি, ইমরান আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা আবুল কাশেম, সাঈদ আহমদ, সাবেক ছাত্রদল নেতা লিটন আহমদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here