নাইজারে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯

নাইজারে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত

সময় সংবাদ ডেস্ক//
নাইজারের একটি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ৭১ সেনা নিহত হয়েছেন।বুধবার শতাধিক জঙ্গি ওই হামলা চালিয়েছে বলে মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।সেনা ক্যাম্পটি মালি সীমান্তের কাছে অবস্থিত।

বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ‌‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এখন পর্যন্ত ৭১ সেনা সদস্য নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, শতাধিক ভারী অস্ত্রধারী জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। তবে সেনাদের ওপর হামলা চালানোর পর জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া হয়েছে। এতে জঙ্গিদের অনেকেই প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি এলাকায় ওই হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত নাইজারের সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। দু’পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা লড়াই হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here