তিউনিসিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০২, ২০১৯

তিউনিসিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৪

সময় সংবাদ ডেস্ক//
তিউনিসিয়ায় যাত্রীবাহী একটি পর্যটন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

রোববার দেশটির উত্তরাঞ্চলের আমদৌন নগরে স্থানীয় যাত্রীবাহী একটি পর্যটন বাস দিক পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ লাহইয়ুন বলেন, বাসটি রাজধানী তিউনিস থেকে আইন দ্রাহাম শহরে যাচ্ছিল। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ।

প্রসঙ্গত, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে নিয়মিত পর্যটকরা ঘুরতে যান। কিন্তু সেখানকার অবকাঠামো অনুন্নত।

Post Top Ad

Responsive Ads Here