এ,কে এম গিয়াসউদ্দিন[ভোলা]ঃ
যথাযোগ্য মর্যাদায় ভোলা মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন ভোলার সর্বস্তরের জনগন।
সকালে ভোলার জেলা প্রশাসক কার্যালয়, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং বধ্যভূমিতে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা আওয়ামীলীগ সরকারি আধা-সরকারি বাহিনী একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান
সে সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক বলেন,মহান বিজয় দিবস আমাদের জীবনে আলোয় উদ্ভাসিত এক গৌরবদীপ্ত দিন। বিজয়ের এ মাহেন্দ্রক্ষনে স্বশ্রদ্ধচিত্তে স্মরন করছি মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল শহীদ,বীর মুক্তিযোদ্ধা ও আত্মোৎস্বর্গীকৃত মা-বোনদের।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান দের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রানের লাল সবুজ পতাকা, স্বাধীন বাংলাদেশ।
পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এই জাতির অগ্রগতিকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাদের এ উদ্দেশ্য বাংলার সাহসি যোদ্ধারা সফল করতে দেয়নি।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেনে, আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির গৌরবের দিন। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন। এ স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ৩০ লাখ বাঙালি প্রান দিয়েছেন। ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি বীর সেনানীদের।
জাতির পিতার স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নেত্রীতে আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে উন্নয়ন তারই প্রেক্ষিতে ডিজিটাল ভি- নির্মানে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বক্তারা।