জয়পুরহাট জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৬, ২০১৯

জয়পুরহাট জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।



নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাট সদরঃ-জয়পুরহাটে বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ এ ডিসেম্বর ভোরে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ। পরে জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কুজ কাওয়াজ এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জাননো হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির(পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী প্রমুখ। এছাড়াও দিনব্যাপী প্রশাসন এবং রাজনৈতিক সংগঠন গুলোর নানা আয়োজন রয়েছে।

আক্কেলপুর উপজেলাঃ-জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে ১৩ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী নানা আয়োজন ও কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস।আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ দিন ব্যাপী মহান বিজয় দিবস উদ্যাপন কর্মসুচির মধ্যে ছিল ১৩ ডিসেম্বর আক্কেলপুর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীদের পলায়ণ ও বীর মুক্তিযোদ্ধাদের আক্কেলপুর প্রবেশের উপর স্মৃতিচারণ করে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এ ছাড়া ১৫ ডিসেম্বর দিনব্যাপী আক্কেলপুর এফইউ পাইলট সরকারী উচ্চবিদ্যালয় মাঠে স্কুল, ম্রাদাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর সুর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসের কর্মসুচী শুরু করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল সূর্যোদ্বয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বসাধিত প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্মমাল্য অর্পন, গণকবর সমূহে পুস্মমাল্য অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া,পরে আক্কেলপুর মুজিবর রহমান সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় পালিত হয়।

পাঁচবিবি উপজেলাঃ- সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, প্যানেল মেয়র নূর হোসেন, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, উপজেলা আ:লীগ সভাপতি আঃ বকর সিদ্দিক মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল প্রমুখ।পরে উপজেলার সকল মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্দোগে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
ক্ষেতলাল উপজেলাঃ- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৪৮ তম মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান, পৌর মেয়র মোঃ সিরাজুল ইসলাম বুলু, অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক সহ মুক্তিযাদ্ধা সংসদ, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ।এছাড়াও আওয়ামীলীগ সহ সকল অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।

কালাই উপজেলাঃ- জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ এ ডিসেম্বর কালাই এম, ইউ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেও সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে একই স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারনের মাধ্যমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এবার আলোচনার বিষয় ছিলো-জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার।

উক্ত আলোচনা সভায় কালাই উপজেলার মৎস্য কর্মকর্তা মো.হাকিবুর রহমান-এর সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ সাবানা আক্তার, কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম রওশন আলম, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, রেজাউল ইসলাস, রমজান আলী ও আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here