টাঙ্গাইলে দুদকের গণশুনানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২০

টাঙ্গাইলে দুদকের গণশুনানি

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-
টাঙ্গাইলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।

এ সময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহŸান জানান। গণশুনানিতে বিভিন্ন দপ্তরের ৩৭টি অভিযোগ উঠে আসে। এর মধ্যে থেকে বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে দুদক কমিশনার তা দ্রæত সমাধানের জন্য উক্ত প্রতিষ্ঠান সমূহের অফিস প্রধানকে নির্দেশ প্রদান করেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (দুদকের) পরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. আতাউর রহমান আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ। 

Post Top Ad

Responsive Ads Here