মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি-
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলির সভাপতিত্বে পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। মাসিক কল্যাণ সভায় মেহেরপুর জেলার বিভিন্ন থানার কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ লাইন মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলি প্যারেড পরিদর্শন করেন।