নিজে মারাত্মক জখম তবুও সন্তানকে দুধ খাওয়াচ্ছে মা হনুমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২০

নিজে মারাত্মক জখম তবুও সন্তানকে দুধ খাওয়াচ্ছে মা হনুমান

সময় সংবাদ ডেস্ক//
মা মানেই ভরসার আশ্রয়স্থল। পৃথিবীর অন্য যে কারোর চেয়ে মা এবং সন্তানের ভালোবাসার সম্পর্ক সবচেয়ে সেরা। কথাটা শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। পশু-পাখিরাও তাদের সন্তানের প্রতি যে সমান দায়িত্বশীল তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে, মারাত্মকভাবে জখম হয়েছে এক হনুমান। রক্ত গড়িয়ে পড়ছে তার শরীর দিয়ে। আর তার কোলে সন্তান। তবুও রক্তাক্ত অবস্থাতেই কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছে মা হনুমানটি।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের সঙ্গরেড্ডি জেলার নরসাপুরে। মা হনুমানটি কীভাবে জখম হয় তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- কোনও দুর্ঘটনার কারণে এমনটি হয়েছে। তারপরও হাইওয়েতে বসে মা হনুমানটিকে তার সন্তানকে দুধ খাওয়াতে দেখা যায়।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই মা হনুমানের প্রতি অফুরন্ত ভালোবাসা প্রকাশ করেছেন নেটিজেনরা।

Post Top Ad

Responsive Ads Here