সময় সংবাদ ডেস্ক//
ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক জেনারেল কাসেম সোলাই মানিকে হত্যা করায় প্রতিশোধের নেশায় বড্ড উন্মাদ ইরানের জনগণ। আর এরই জের ধরে এবার মার্কিন প্রেসিডিন্ট ডোনাল্ড ট্রাম্পের মা’থার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ই’রান।
গত রবিবার দেশটির মাশহাদ শহরের রাস্তায় জনতার ঢল নামে। হাজার হাজার বিক্ষুদ্ধ ইরানির জনসমূদ্রের সামনে দেশটির শীর্ষ নে’তারা ঘোষণা দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা এনে দিতে পারলে ৮০ মিলিয়ন দেওয়া হবে।
ইরানের মা’শহাদ শহরে জা’নাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানে দেশটির এক শীর্ষ নে’তা বলেন, এদেশের প্রায় ৮০ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। প্রত্যেকে যদি এক ডলার করে দেয় তাহলে ৮০ মিলিয়ন হবে। আর যে ব্যক্তি ট্রাম্পের মা’থা এনে দিতে পারবে তাকে ওই ৮০ মিলিয়ন ডলার দেওয়া হবে।