নামাজ আদায়ের পর দাবানলে বৃষ্টি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২০

নামাজ আদায়ের পর দাবানলে বৃষ্টি



সময় সংবাদ ডেস্ক//
দাবানল বন্ধের জন্য প্রয়োজন বৃষ্টি। তাই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সালাতুল ইশরাক এর নামাজ আদায় করেছিল দেশটির মুসলিম কমিউনিটি। এরপরই অস্ট্রেলিয়ায় নামে স্বস্তির বৃষ্টি।

অস্ট্রেলিয়ার উপকূলে বৃষ্টি হওয়ায় দাবানলে পোড়া এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে তাপমাত্রা ২০ ডিগ্রিতে এসেছে।



তবে এই বৃষ্টি বিশাল দাবানল নেভানোর জন্য যথেস্ট নয়। দাবানল থাকতে পারে আরও কয়েক মাস।

নিউসাউথ ওয়েলসের রাজ্যপ্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সোমবার সকালে বলেন, বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আত্মতুষ্টিতে ভোগার উপায় নেই। গোটা রাজ্যে এখনো ১৩০টি দাবানল চলছে।

আরও পড়ুন- মানুষ দেখলেই জড়িয়ে ধরছে দাবানলে আহত প্রাণীরা

এই ঘটনার ভেতর আরো দুইজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের উদ্ধারে অভিযান চলছে।

দমকল বিভাগের কর্মীরা বলছেন, বৃষ্টির পর তাদের জন্য নতুন কিছু চ্যালেঞ্জ থাকছে। আবার যেন দাবানল মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই চেষ্টা করছেন তারা।

আরও পড়ুন- দাবানলে পোড়া শরীর নিয়ে তরুণের কাছে ছুটে এলো ক্যাঙ্গারু

এর আগে, সেপ্টেম্বরে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। এর মধ্যে চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলসেই সাতজন মারা গেছেন। বাকিরা এখনো নিখোঁজ।



নিউ সাউথ ওয়েলসের পাশাপাশি সবচেয়ে বেশি দাবানল ছড়িয়ে পড়েছে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। রাজ্য দুইটিতে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মারা গেছে অসংখ্য প্রাণী। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।


Post Top Ad

Responsive Ads Here