ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি -
রাজশাহী মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় বিলের কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকা এক ব্যক্তি জীবন ফিরে পেল। উদ্ধারকৃত ব্যক্তির মহিষকুন্ডি গ্রামের নাম মাজউদ্দীনের ছেলে মোঃ মিলন (৪০)। পুলিশ জনতার বন্ধু এটায় তার বাস্তব প্রমান। বিচ্ছিন্ন এক-দুটি ঘটনা ব্যাতীত পুলিশ সকল সময় জনগনের সেবায় ব্যাস্ত সময় কাটায়। আগামীতেও পুলিশ একমাত্র সর্বাধিক সেবক তার প্রমান করবে বলে জানান জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ।
স্থানীয় সূত্রে জানযায়, মিলন নামের ওই ব্যক্তি মোহনপুর থানাধীন মোহনপুর নামক বিল দিয়ে জমিতে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ করে গভীর খাদের পানির মধ্যে পড়ে যায় এবং কচুরিপানায় আটকে পড়ে ডুবে যাওয়া পরিক্রমা হতে থাকে।
তথ্য সাপেক্ষে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রæত ঘটনাস্থলে পৌছায়। থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, এসআই মিজান, কনস্টবল ইসমাইল, কনস্টবল সজীব তাৎক্ষণিক বিলে নেমে সাধারণ জনগণের সহযোগিতায় মিলনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মিলন চিকিৎসাধীন রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে রাজশাহী জেলা পুলিশ। প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ।