![]() |
| জেলা শিশু বিষয়ক কর্মকতা আয়ুব হোসেন |
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ১৮বছর ধরে একই কর্মস্থলে কর্মরত আছেন জেলা শিশু বিষয়ক কর্মকতা আয়ুব হোসেন। তিনি ২০০২সালে জানুয়ারী মাসের ৮ তারিখে ঝিনাইদহ জেলায় শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করে অদ্যবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকারী নিয়ম অনুসারে ৩বছর পর পর একজন সরকারী কর্মকর্তা বদলী হওয়ার কথা থাকলেও কোন নিয়মই রক্ষা করা হয়নি এই কর্মকর্তার ক্ষেত্রে। কোন অদৃশ্য ক্ষমতাবলে দীর্ঘ ১৮বছর ধরে এই কর্মকর্তা একই কর্মস্থলে দায়িত্বে আছেন তা এখন সবার কাছে বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে।
তার বিরুদ্ধে কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার, স্বজনপ্রীতি ও অফিসের অর্থ ব্যবহারে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে।
এবিষয়ে ঝিনাইদহ শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানা জানান আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। প্রয়োজনীয় জনবল না থাকায় আমিই সবকাজ করি। দীর্ঘদিন কোন নিয়োগ হয় না এজন্য বদলিও হয় না।
এবিষয়ে খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত ও খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল আলম জানান বদলির ব্যাপারটা সরসরি মন্ত্রনালয় থেকে হয়। এব্যাপারে আমাদের করনীয় কিছু নেয়। তবে একজন অফিসার সাধারনত ৩/৪ বছর একই কর্মস্থলে থাকেন। উনি ঝিনাইদহের ছেলে হয়তো ম্যানেজ করে আছেন।

