মেহেরপুর সরকারি কলেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০

মেহেরপুর সরকারি কলেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুর সরকারি কলেজের অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি কলেজ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী লাঠি  খেলা অনুষ্ঠিত হয। মেহেরপুর সরকারি কলেজের দিনব্যাপী পিঠা উৎসবের আসা সাধারণ মানুষকে আনন্দ দিতে ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে আয়োজন করা হয় এ লাঠি খেলার। এসময় কাঁসার শব্দে চারপাশে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের লাঠিয়াল দল বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লাঠি যুদ্ধে লিপ্ত হয়। লাঠি দিয়ে অন্যের আক্রমণ ঠেকাতে থাকেন। আর এরই মধ্যে নিজের চেয়ে বড় লাঠি নিয়ে অদ্ভুত সব কসরত দেখিয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন লাঠিয়ালরা।  বিপুল পরিমান দর্শক লাঠি খেলা উপভোগ করেন এবং এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন।

Post Top Ad

Responsive Ads Here