মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার টাকা হারিয়ে দিশেহারা দুই গৃহবধূ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, January 21, 2020

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার টাকা হারিয়ে দিশেহারা দুই গৃহবধূ


মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি-

২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ স্বামীর চিকিৎসার খরচের ১৩ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই  গৃহবধূ জামিরন ও সাবানা খাতুন। জামিরন নেছা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের খেলাফতের স্ত্রী এবং সাবানা খাতুন মেহেরপুর শহরের ঘোষপাড়ার বজলুর রহমানের স্ত্রী।গতকাল সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে টাকা হারিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। গৃহবধূ জমিরন নেছা জানান,তার স্বামীর চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা বোরকার পকেটে নিয়ে ভিতরে প্রবেশ করার জন্য গেটের বাইরে অপেক্ষা করছিল। এসময় ভিড়ের মধ্যে মহিলা পকেটমার তার বোরকার পকেট থেকে ১০ হাজার টাকা বের করে নেয়। এ সময় টাকা হারিয়ে গৃহবধূ  জামিরন কান্নায় ভেঙে পড়েন। এদিকে একই সময়ে সাবানা খাতুনের বোরখার পকেটে রাখা ৩৫০০ টাকা মহিলা পকেটমাররা কৌশলে বের করে নেয় ।

No comments: