মেহেরপুর পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২০

মেহেরপুর পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ


মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধিঃ-

তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার বস্তির ড্রেন,রাস্তা সংস্কার,স্বাস্থ্যসম্মত স্যানিটিশেনের উন্নয়ন কার্যক্রমের মেহেরপুর পৌরসভার সদ্য সমাপ্ত ও চলমান প্রকল্পসমূহে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগতমান পরীক্ষাসহ বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা প্রকল্প পরিচালকগণ। গতকাল সোমবার পৌরসভার বিভিন্ন এলাকায় এ উন্নয়ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকারীরা। 

প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম নেতৃত্বে ৫ সদস্যের পরিদর্শন দল সদ্যসমাপ্ত এবং চলমান প্রকল্প সমূহ সরজমিনে পরিদর্শন করেন। এসময় সেখানে বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী প্রকাশ চক্রবর্তী,কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান পৌরসভার সকল ফাইলপত্র এবং চলমান প্রকল্প সমুহ পরিদর্শন শেষে পরিষদের সাথে সংক্ষিপ্ত সাক্ষাতকারে পৌরসভার সকল কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বলেন,মেহেরপুর পৌরসভার চলমান সকল কাজ খুবই সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। কাজের মান সুন্দর এবং পৌরসভার উন্নয়নের স্বার্থে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনিসহ পরিদর্শন টিম। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে আবারও মেহেরপুর সফরের আমন্ত্রণ জানানো হয় পরিদর্শন দলের সদস্যবৃন্দকে। এসময় অন্যান্যের মধ্যে প্রকৌশলী হারুন অর রশিদ,প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,কাউন্সিলর আল মামুন সহ পৌরকর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here