পরিমাপে কম দেয়ায় দুই পেট্রোল পাম্পের জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ২৭, ২০২০

পরিমাপে কম দেয়ায় দুই পেট্রোল পাম্পের জরিমানা


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার দু'টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ওজনে কারচুপির অপরাধে পেট্রোল পাম্প মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলের নেতৃত্বে আজ সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল চুরি করে গ্রাহকদের কম দেওয়ার অভিযোগে সদরপুর ফিলিং স্টেশন ও জাকের মঞ্জিল ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিমাপ করে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেয়ার বিষয়টি সরেজমিনে প্রমাণিত হয়।

তিনি জানান, ওই দু'টি ফিলিং স্টেশন ক্রেতাদের ঠকিয়ে দিনের পর দিন প্রতারণা করে আসছিলো। এ অপরাধে এই দু'টি  ফিলিং স্টেশনকে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


Post Top Ad

Responsive Ads Here