ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের
ভাঙ্গায় ইমন হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে
ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রাম
থেকে তার লাশটি ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে ওই
গ্রামের আক্কাস বেপারীর ছেলে। ইমন ফরিদপুর গ্রাসরুটস কলেজ অব টেকনোলজির ১ম
বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, সে
রোববার দিবাগত রাতে খাবার খেয়ে তার চাচার ঘরে শোবার জন্য যায়। সকালে
পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে ঘরের
প্রবেশ করে ফ্যানের সাথে রশি দিয়ে তার লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে
পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি থানায় নিয়ে
আসে।#

