ভোলা চরফ্যাশনে ৬ মাদক কারবারি আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০৫, ২০২০

ভোলা চরফ্যাশনে ৬ মাদক কারবারি আটক

এ,কে এম গিয়াসউদ্দিন  (ভোলা) প্রতিনিধি -
ভোলা চরফ্যাসন শশীভূষণ থানায় ২০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, এওয়াজুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের  আবদুল হকের ছেলে মিজান (১৮), আনোয়ার হোসেনের ছেলে হাসনাইন(২০) এবং  এওয়াজপুর ৬নং ওয়ার্ডের বাছেদের  ছেলে মনির (১৮) , মোঃ সাদেকের ছেলে তৈয়ব(১৯)সিরাজের ছেলে সুহিন (১৯) মোশারেফ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম রবিন(১৮)।

সুত্র জানায় শনিবার রাতে শশীভূষণ থানার  এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলালের বাড়ির সামনে থেকে তাদেরেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে সোপর্দ করেছেন শশীভূষণ থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকরা  দীর্ঘ দিন ধরে শশীভূষন থানা এলাকায়   ইয়াবা ব্যবসা করে আসছিল। এমন গোপন  সংবাদের ভিত্তিতে শনিবার  রাতে এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলালের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ  তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময়ে তাদের কাছ থেকে ইয়াবা  সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম এর নিশ্চিয়তা প্রদান করেন এবং বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here