টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনেও বিক্ষোভ ও মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০৫, ২০২০

টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনেও বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর জুয়াড়ীদের হামলা ও মূলহোতাদের গ্রেফতারের দাবীতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল ও আতোয়ার রহমান মিন্টুসহ অন্যন্যরা। এসময় সুশীল সমাজের প্রতিনিধি ও সুজনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দেশের সর্ববৃহৎ জুয়া পরিচালানাকারী, ফজল মন্ডল ও তার সহযোগীরা তিন দিনেও গ্রেপ্তার না হয়ে প্রকাশ্যভাবে ঘুরে বেড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভূঞাপুরের গোবিন্দাসীতে জুয়ার আসরের সংবাদ সংগ্রহে গেলে, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ তিন সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। পরে জড়িত অভিযোগে সামাদ, সালাম ও রমজান, রাজ্জাক নামের চার জুয়াড়িকে  গ্রেপ্তার করে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here