মুক্তিযুদ্ধ মঞ্চ এর বেলকুচি পৌর কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ২০, ২০২০

মুক্তিযুদ্ধ মঞ্চ এর বেলকুচি পৌর কমিটি গঠন


উজ্জ্বল অধিকারী, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাওয়া সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ বেলকুচি পৌর শাখার কমিটির অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার সকালে মুক্তিযুদ্ধ মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশিক আহমেদ ও সাধারণ সম্পাদক সিদ্দিকুল আওয়ালিন অমিয় স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সভাপতি পদে মোঃ ফজলে রাব্বী প্রমানিক, সাধারণ-সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান আসলামকে এছাড়াও সহ-সভাপতি পদে শ্রী সবুজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসাইন ও সাংগঠনিক -সম্পাদক পদে খোকন সরকারকে নির্বাচিত করা হয়। আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে কমিটি হাতে পাওয়ার পর কমিটির নতুন সভাপতি মোঃ ফজলে রাব্বি প্রমানিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের। বেলকুচি উপজেলা যুবলীগ এর আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জাকারিয়া হোসেন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি আশিক আহমেদ ও সাধারণ-সম্পাদক সিদ্দিকুল আওয়ালিন অমিয় সহ মুক্তিযুদ্ধ মঞ্চ এর সকল নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post Top Ad

Responsive Ads Here