ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্ততিকালে ৭ ডাকাত গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্ততিকালে ৭ ডাকাত গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাংগায় ডাকাতির প্রস্তুতি কালে সাত জনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সংলগ্ন চাঁদনী সিনেমা হলের পরিত্যক্ত ভবণ থেকে তাদেরকে দেশীয় অস্ত্র ও মাদক সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পৌরসদরের মৃত রফিক উদ্দিনের ছেলে মো. শাহাদাৎ হোসেন শাওন (৩২), পশ্চিম হাসামদিয়ার ওবায়দুর মিয়ার ছেলে মো. সাকিব মিয়া (২৫) ও শামির মোল্লার ছেলে সাদিক মোল্লা (২৬), পূর্ব হাসামদিয়ার মৃত কলো মাতুব্বরের ছেলে পার্থ মাতুব্বর (২৫), হাই মাতুব্বরের ছেলে আনোয়ার মাতুব্বর (২৮), হাজরাহাটির মৃত চুন্নু মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৫) এবং আতাদীর জিহাদ আলীর ছেলে সজিব খান (২২)।

 

পুলিশ সুত্রে জানাযায়, উপজেলা পরিষদ সংলগ্ন সাবেক চাঁদনী সিনেমা হলের পরিত্যক্ত ভবণে নয় থেকে ১০ জনের একটি দল ডাকাতি করার জন্য সংঘবদ্ধ অবস্থান  করছে এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দলের সাতজনকে চাপাতি, রামদা, ছ্যান, চাইনিজ চাকু, খেলনা পিস্তল, মোবাইল সেট ও একশ পিচ ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে শীতকালীন সময়ে কুয়াশায় আচ্ছন্ন অবস্থায় মহাসড়কে চলাচলরত গাড়ীতে বিভিন্ন সময়ে ডাকাতি করে থাকে এরা। পুনরায় একইভাবে ডাকাতি করার প্রস্তুতি কালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকরা হয়। আসামীদের নামে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।


Post Top Ad

Responsive Ads Here