ডেস্ক খবর:
রাজধানীর কামরাঙ্গীরচরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মহাজনের কাছে নিজের মেয়েকে তুলে দিয়েছে এক বাবা। এরপর ওই মহাজন তাকে বারবার ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ওসি এ বি এম মশিউর রহমান বলেন, কিশোরী মেয়ে নিয়ে কামরাঙ্গীরচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন ভ্যানচালক। তবে তার স্ত্রী প্রবাসে রয়েছেন। বেশ কয়েকদিন আগে এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ নেন ভ্যানচালক। সেই ঋণ শোধ করতে পারেননি। এরপর ওই মহাজন টাকা না পেয়ে তার মেয়েকে চেয়ে বসে। এতে বাবা নিজের মেয়েকে বিভিন্ন সময় ঘুমের ওষুধ খাইয়ে ব্যবসায়ীর কাছে তুলে দেন। এতে বেশ কয়েকবার কিশোরী মেয়েকে ধর্ষণ করে ওই ব্যবসায়ী।
তবে সর্বশেষ ১১ জানুয়ারি ধর্ষণের শিকার হলে বিষয়পটি এক প্রতিবেশীকে জানায় কিশোরী । আর ওই প্রতিবেশী দ্রুত ঘটনাটি থানায় জানালে মেয়েটিকে উদ্ধার ও তার বাবাকে আটক করে পুলিশ। তারপর মঙ্গলবার রাতেই ওই ভুক্তভোগীকে ঢামেক’র ওসিসিতে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় বাড়ির মালিক বাদী হয়ে বাবাকে আসামি করে একটি মামলা করেছেন।
রাজধানীর কামরাঙ্গীরচরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মহাজনের কাছে নিজের মেয়েকে তুলে দিয়েছে এক বাবা। এরপর ওই মহাজন তাকে বারবার ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ওসি এ বি এম মশিউর রহমান বলেন, কিশোরী মেয়ে নিয়ে কামরাঙ্গীরচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন ভ্যানচালক। তবে তার স্ত্রী প্রবাসে রয়েছেন। বেশ কয়েকদিন আগে এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ নেন ভ্যানচালক। সেই ঋণ শোধ করতে পারেননি। এরপর ওই মহাজন টাকা না পেয়ে তার মেয়েকে চেয়ে বসে। এতে বাবা নিজের মেয়েকে বিভিন্ন সময় ঘুমের ওষুধ খাইয়ে ব্যবসায়ীর কাছে তুলে দেন। এতে বেশ কয়েকবার কিশোরী মেয়েকে ধর্ষণ করে ওই ব্যবসায়ী।
তবে সর্বশেষ ১১ জানুয়ারি ধর্ষণের শিকার হলে বিষয়পটি এক প্রতিবেশীকে জানায় কিশোরী । আর ওই প্রতিবেশী দ্রুত ঘটনাটি থানায় জানালে মেয়েটিকে উদ্ধার ও তার বাবাকে আটক করে পুলিশ। তারপর মঙ্গলবার রাতেই ওই ভুক্তভোগীকে ঢামেক’র ওসিসিতে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় বাড়ির মালিক বাদী হয়ে বাবাকে আসামি করে একটি মামলা করেছেন।

