মেহেরপুরে নকল স্ট্যাম্পের সন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২০

মেহেরপুরে নকল স্ট্যাম্পের সন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে নকল স্ট্যাম্পের সন্ধানে আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান চলিয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ওই অভিযান চালানো হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেহেরপুর রেস্ট্রি অফিস এবং জেলা আইনজীবী সমিতি অফিসের আশেপাশে স্ট্যাম্প বিক্রেতাদের কাছে এ অভিযান চালানো হয়। দুটি দলে বিভক্ত হয়ে মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে সহকারী কমিশনারগন অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় মেহেরপুর সদর থানা পুলিশ এবং র‌্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে সহযোগিতা করে। মেহেরপুরে নকল স্ট্যাম্প বিক্রি করে সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নির্দেশে রেস্ট্রি অফিস সহ আশেপাশে স্ট্যাম্প বিক্রেতাদের কাছে অভিযান চালানো হয়। এদিকে অভিযান শুরু হওয়ার পরপরই কয়েকজন স্ট্যাম্প বিক্রেতা তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। অভিযানে কয়েকটি স্থান থেকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বেশ কিছু নমুনা স্ট্যাম্প জব্দ করা হয় এবং রেজিস্টার খাতার ফটোকপি সংগ্রহ করা হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম,আরিফা আক্তার,মিনহাজুল ইসলাম,মহিদুল হক,মিথিলা দাস,মাহমুদুল হাসান,নিরুপমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here