চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৬, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক


সোহান মাহমুদ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ :

 চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকসহ ১৪ ছাত্রশিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫শ গ্রাম গানপাউডার, ৮টি ককটেল, ৫টি হাসুয়া ও ৫টি জিহাদী বই জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসার ছাত্রাবাসের দোতলা ঘরে বৃহষ্পতিবার দুপুরে এ অভিযান চালায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জানতে পারে উক্ত মাদ্রাসায় ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী দুপুর ২টার দিকে গোপন বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল কাফিসহ শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় সেখান থেকে নাশকতার জন্য মজুদ রাখা  ৫শ গ্রাম গানপাউডার, ৮টি ককটেল, ৫টি হাসুয়া ও ৫টি জিহাদী বই জব্দ করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আটককৃতরা সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।

Post Top Ad

Responsive Ads Here