সালথা-নগরকান্দায় পিপিই দিলেন সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ৩০, ২০২০

সালথা-নগরকান্দায় পিপিই দিলেন সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরী

 

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
করোনাভাইরাস মোকাবেলায় ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলা প্রশাসন, পুলিশ, চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই এবং হ্যান্ডগেøাবস পৌঁছে দিলেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও থানা পুলিশের হাতে ২শ’ পিস পিপিই ও ৫বক্স হ্যান্ডগেøাবস হস্তান্তর করেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর আগে সালথা-নগরকান্দা উপজেলার কর্মহীন অসহায় ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এসময় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন বলেন, করোনা মোকাবেলায় সালথা-নগরকান্দায় যেসকল প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা-নার্স ও পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছেন তাদের সুরক্ষার জন্য মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে পিপিই ও হ্যান্ডগেøাবস দেওয়া হয়েছে। এসময় তিনি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here