জেলা প্রতিনিধি চাঁপাইনববাগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গৃহ নির্মাণের অভিযোগ করেছেন এক মুক্তিযোদ্ধার স্ত্রী। আলেয়া বেগম নামে ওই নারী সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিষয়টির তদন্তপূর্বক সুরাহা চেয়ে আবেদন করেন।
যাতে সুপারিশ করেছেন, সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ হারুন এবং ফেরদৌসী ইসলাম জেসী। আবেদনে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল মৌজার আর এস ১৩ নং খতিয়ানের দাগ নং ৭৮ এ ১০ বিঘা জমি তিনি ক্রয় করে তার সন্তানদের নামে হস্তান্তর করেন। সেখানে তিনি গরু, মুরগীর খামার ও আম ও মাল্টার বাগান গড়ে তোলেন। যা তাদের জীবিকার অবলম্বনও।
কিন্তু গত বছর তার জমির সামনে তৎকালীন ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি জমির মালিকের সাথে আলোচনা না করে সরকারি রাস্তার ওপর বেশ কয়েকটি বাড়ি অবৈধভাবে নির্মাণ করে তার যাবার রাস্তাটি করা হয়েছে। এতে করে তার চলাচল বন্ধ হয়ে পড়ায় খামারের উৎপাদিত পণ্য সরবরাহ করাও বন্ধ হয়ে গেছে। তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মর্মে উল্লেখ করে প্রতিকার দাবি করেছেন।
এব্যাপারে তৎকালীন ঝিলিম ইউপি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি জানান, উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভূমিহীনদের ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে।
অন্যদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।